Khoborerchokh logo

করোনা ভাইরাস সংক্রমন রোধে লকডাউন ইস্যুতে সরকারের সিদ্ধান্ত শতভাগ মেনে চলার আহ্বান , মেয়র গাজীপুর সিটিকর্পোরেশন । 264 0

Khoborerchokh logo

করোনা ভাইরাস সংক্রমন রোধে লকডাউন ইস্যুতে সরকারের সিদ্ধান্ত শতভাগ মেনে চলার আহ্বান , মেয়র গাজীপুর সিটিকর্পোরেশন ।

খবরের সময় ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত শতভাগ মেনে চলতে নাগরিকদের প্রতি আহ্বান জানানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ঘরে নামাজ আদায়ের অনুরোধও জানিয়েছেন তিনি। এই মহামারি মোকাবিলায় সিটি করপোরেশন সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী কাজ করছে বলেও জানিয়েছেন গাজীপুরের মেয়র। গতকাল বুধবার এক ভিডিও বার্তার মাধ্যমে এসব কথা বলেছেন করোনা ইস্যুতে কাজ করে দেশব্যাপী ব্যাপক সুনাম অর্জন করা এই মেয়র।
মেয়র বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি মেনে করোনা মোকাবিলায় নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। মসজিদে সীমিত সংখ্যক লোক নিয়ে নামাজ আদায়ের ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে সে অনুযায়ী কাজ সেটা যেনো আমরা শতভাগ মেনে চলি। কারণ দেশের যে কয়টি ঝুঁকিপূর্ণ জেলা রয়েছে গাজীপুর সেগুলোর মধ্যে অন্যতম।’
গাজীপুরের ব্যাপারে তিনি বলেন, ‘গাজীপুরের কোন কোন জায়গায় এই ভাইরাস রয়েছে সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। এছাড়া এই এলাকায় অনেক শ্রমজীবী ও ভাসমান মানুষ রয়েছেন। তাই মসজিদে যাওয়ার বিষয়ে যে কথাটি বলা হয়েছিলো সেটা এখনই অনুসরণ করা উচিত হবে না। কারণ মসজিদে ব্যাপকভাবে যাওয়া শুরু করলে এই ভাইরাস আরো বিস্তর পরিসরে ছড়িয়ে পড়তে পারে। এখনো মহল্লা, ওয়ার্ড এবং সিটির কোন কোন এলাকায় ভাইরাসের ঘনত্ব বেশি সে বিষয়ে এখনো আমরা নিশ্চিত নই। তাই ধর্ম মন্ত্রণালয়ের গাইডলাইন মেনে চলতে হবে আমাদের।’
ঘরের মধ্যে নামাজ আদায়ের আহ্বান জানিয়ে নাগরিকদের জাহাঙ্গীর আলম বলেন, ‘এই ভাইরাসে আমাদের পরিবার, সন্তান এবং সমাজের প্রতিটি মানুষ আতঙ্কের মধ্যে আছে। বিশ্বের অনেক মুসলিম দেশেও এই সময়ে ঘরে বসে নামাজ আদায় করা হচ্ছে। তাই আমাদেরও উচিত সামাজিক ও ধর্মীয় জমায়েত এড়িয়ে চলা। তাই সবার জীবণ রক্ষার জন্য সরকারের নির্দেশ মেনে চলতে সকল নাগরিকদের অনুরোধ করছি আমি।’
প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় অন্যান্য জনপ্রতিনিধি নিয়ে যখন নানা সমালোচনা হচ্ছে, ঠিক এই সময়ে সৃজনশীল নানা কাজ করে শুরু থেকেই দেশবাসীর প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছিলেন গাজীপুরের মেয়র। নিজের অর্থ খরচ করে বিদেশ থেকে মাস্ক, থার্মোমিটার, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ অন্যান্য উপকরণ এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এসব উপকরণ দেশের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া চিকিৎসকদের থাকার জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা করেছেন গাজীপুরের এই মেয়র। এছাড়া, দরিদ্র, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এবং ভাসমান মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন মেয়র জাহাঙ্গীর আলম। সূত্র,লাইভনিউজ বিডি


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com